ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ শামীম মিয়া: দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি:
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ কে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (১২ জুলাই ) বিকেলে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন,আশিক মিয়া ১নং যুগ্ন আহবায়ক বৈষময় বিরোধী ছাত্র আন্দোলন দেওয়ানগঞ্জ, রবিউল হাসান নয়ন যুগ্ন আহবায়ক সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ, সৌরভ হাসান জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়কারী দেওয়ানগঞ্জ।
এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রশাসন চাইলে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে পারে। হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারেন। এসময় এনসিপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :