ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত “ফ্রিল্যান্সিং ফর ফিউচার” শীর্ষক প্রশিক্ষণ কোর্সে আবেদনকারীদের মধ্য থেকে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১২ জুলাই) গাইবান্ধা সরকারি কলেজে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।এ সময় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হয়ে কর্মক্ষেত্রে প্রবেশের মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতেও অবদান রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :