ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা বাঁধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে দুর্গাপুর সীমান্তের চওরাটারি এলাকা থেকে এই দশজনকে আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, ১০ জুলাই ভোর ৪টার দিকে দুর্গাপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের সীমানা পিলার ৯২৫ চওরাটারিতে অভিযান চালায়। এ সময় ভারতের ৭৮ পদ্মা বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা এই দশ বাংলাদেশিকে ভারতের ভেতর থেকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, কাজের সন্ধানে তারা কুড়িগ্রামের কাশিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। হরিয়ানা প্রদেশের রেওয়াড়ীতে একটি ইটের ভাটায় কাজ করতেন। বিএসএফ সদস্যরা প্রথমে তাদের হরিয়ানা থেকে দিল্লিতে নিয়ে আসে। পরে দিল্লি থেকে গুয়াহাটি এবং সেখান থেকে বাসে কোচবিহার হয়ে দুর্গাপুর সীমান্তে আনা হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :