ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫
চয়ন কুমার রায়
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় টাকার বিনিময়ে জমি উদ্ধার করতে আসা দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন রংপুরের তারাগঞ্জ এলাকার বাসিন্দা মাসুম হোসেন (৪২) ও একই জেলার হাজীরহাট এলাকার বাসিন্দা সাজু আহমেদ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়খাতা এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তার বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য প্রতিবেশী শহীদার নামের এক ব্যক্তির কাছে সাহায্য চান।
শহীদা তাকে আশ্বস্ত করেন, সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধার করা সম্ভব। এরপর শহীদার মাধ্যমে রফিকুলের পরিচয় হয় সাজু আহমেদ ও মাসুম নামের দুই ব্যক্তির সঙ্গে, যারা নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। তারা জমি উদ্ধারের বিনিময়ে রফিকুলের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন।
তাই তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। ভুয়া মেজর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী। তিনি বলেন, ‘তারা নিজেকে মেজর দাবি করেন। কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :