ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সাত বছর বয়সী হাবিবা আক্তার নিহত

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ

মোঃ শামীম মিয়া :দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি:

দেওয়ানগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের ঢাকা- রৌমারী সড়কের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবা ওই এলাকার হামিদুর রহমানের মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

স্থানীয়রা জানান-মঙ্গলবার বিকেলে মায়ের সাথে বাড়ির পাশে ক্ষেতে সবজি আনতে যায় হাবিবা। বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গেলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।