ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

নিয়োগ বিজ্ঞপ্তি

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ

* জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) হতে প্রাথমিক সনদ প্রাপ্ত একটি বেসরকারী সমাজকল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান। সংস্থার কর্ম এলাকায় পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম দক্ষতার সাথে বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কিছু সংখ্যক সৎ যোগ্য, চরিত্রবান, উদ্যোমী ও কঠোর পরিশ্রমে আগ্রহী / অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।

ক্রমিক নং-০১

পদের নাম-(এফ ও) ফিল্ড অফিসার

পদ সংখ্যা-০৩ জন

শিক্ষাগত যোগ্যতা-স্নাতক/এইচএসসি (সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের জন্য অগ্রাধিকার সহ যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য)

বেতন/ভাতা – শিক্ষানবীশকাল ছয় মাস বেতন সর্বসাকুল্যে ১১৫০০/- টাকা। ছয়মাস পর কার্যক্রম সন্তোষজনক হলে বেতন সর্বসাকুল্যে -১৩০০০/- টাকা এবং একবছর পর ১৫০০০/- টাকা প্রদান করা হবে। এছাড়াও বছরে ২ টি উৎসব ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

প্রতিষ্ঠিত এনজিওতে কাজ করা অভিজ্ঞদের জন্য: বেতন ভাতা আলোচনা সাপেক্ষে।

শর্তাবলীঃ

আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালক জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস) ধূলাউড়ী, ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর বরাবর আবেদন করতে হবে।

১। প্রার্থীকে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত সনদের ফটোকপি, প্রার্থীর তিন কপি রঙ্গীণ ছবি, জাতীয় পরিচয় পত্রের কপি, নাগরীত্ব সনদ, (অভিজ্ঞদের অভিজ্ঞতা সনদের কপি ও স্যালারী সিট) সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই প্রদান করতে হবে।

২। চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরতযোগ্য জামানত) ও সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে এবং পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে

জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।

৩। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এমআরএ সনদ প্রাপ্ত এনজিওতে কমপক্ষে দুই বছর মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। আবেদনপত্র সরাসরি/ডাকযোগে/কুড়িয়ার সার্ভিসে পদান করা যাবে।

৫। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য (মোবাইল যোগে) ডাকা হবে।

৬। পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবেনা।

৭। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২২ জুলাই ২০২৫।

বিদ্রঃ এই নিয়োগ বাতিল, পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি সংযোজন, বিয়োজন করার ক্ষমতা সম্পূর্ণ নিয়োগকর্তৃপক্ষের উপর ন্যাস্ত থাকবে।

নির্বাহী পরিচালক

জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস)

প্রধান কার্যালয়

ধুলাউড়ী, ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।