ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

নওগাঁর মান্দায় ২০০ পিচ ট্যাপেন্ডালসহ শ্বশুর জামাই গ্রেফতার

✒  উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

 উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর মান্দায় ২০০ পিস ট্যাপেন্ডলসহ জামাই শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে আল মামুন বাবু (৪৬) ও তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুক্তার হোসেন (৩০)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুর কাছ থেকে ৬০ পিস ও তার জামাই মুক্তার হোসেনের কাছ থেকে ১৪০পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। ওসি আরো বলেন, ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।