আজিজুল ইসলাম : মাগুরায় স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি । মঙ্গলবার ৮ই জুলাই ২০২৫ চার উপজেলার স্বাস্থ্য সহকারীদের নিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। মাগুরায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক অথবা সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত। মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ইং মাগুরা (সিএস) সিভিল সার্জন কর্মকর্তার কার্যালয়ের অফিসের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মাগুরা জেলা শাখা, এর আয়োজনে ৬ দফা স্বাস্থ্য সহকারীদের দাবী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশন মাগুরা জেলা সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, মাগুরা সদর উপজেলা শাখা সভাপতি মোঃ সালাহউদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন স্বাস্থ্য সহকারীদের ৬ টি দাবী হলো ১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান। ২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। ৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে। ৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণ বিহীন স্নাতন পাশ স্কেলে আত্মীকরণ করতে হবে। ৫. বেতন স্কেল উন্নতী/পুনঃনির্ধারনের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/উচ্চতর স্কেল (১/২ টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। ৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লেমা (এস আই টি) কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লেমা সম্পর্ণকারী সমমান হিসেবে গণ্য করতে হবে। আজ মাগুরা চার উপজেলা থেকে ১১৯ জন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :