মো:মিজানুর রহমান , স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার মির্জাপুরের গোড়াই এলাকায় সিলিং ফ্যানের সাথে ফাঁসি লটকিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ৭জুলাই সোমবার সকাল ৮টার সময় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ওই যুবকের নাম জাহিদুল হাসান ওরফে জুয়েল (২৩) পিতার নাম মোঃ হামিদুল ইসলাম। রেলগেট সংলগ্ন কুষ্টিয়া সদরে তার স্থায়ী নিবাস ছিল। মির্জাপুরের গোড়াই জয়ের পাড়া এলাকার মাংস বিক্রেতা আলাল মিয়ার চতুর্থ তলার একটি ভাড়া বাসায় স্বস্ত্রীক বসবাস করত জাহিদুল হাসান। বিগত ৫ মাস পূর্বে সে ওই ভাড়া বাসায় উঠে। কমফিট কম্পোজিট গার্মেন্টসের ক্যাট সেকশনে সিনিয়র সুপারভাইজার হিসেবে চাকুরী করত সে।এইচএসসি পরীক্ষা থাকায় গত ১মাস পূর্বে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। সারারাত বন্ধুদের সাথে কাটিয়ে সকাল ৭টার সময় ভাড়া বাসায় পৌঁছে সে রুমের দরজা লাগিয়ে দেয়। সকাল ৮টার সময় যথারীতি তার অফিসে যাওয়ার কথা ছিল। অতিরিক্ত সময় পার হওয়ার পরেও রুম হতে বাহির না হওয়ায় বাসার অন্যদের মনে সন্দেহের উদ্রেক হয়। অনেক ডাকাডাকি করার পরেও বাহির হতে জাহিদ হাসানের সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বাসার সবাই মিলে দরজা খুলে রুমের ভিতরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় জাহিদ হাসানের লাশ দেখতে পায়। বাড়িওয়ালা আলাল মিয়া তাৎক্ষণিক পুলিশেকে এই ঘটনা অবহিত করেন। মির্জাপুর থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে যায়। বেশ কিছুদিন যাবত স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে জানিয়েছে বন্ধু মহল। তাদের ধারণা স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ার কারণেই জাহিদ হাসান আত্মহত্যার পথ বেছে নিয়েছে।অতি অল্প বয়সে এই যুবকের আত্মহত্যায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মির্জাপুর থানার এস আই আব্দুর রশিদ মুঠোফোনে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :