ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের মোঃ শহিদ মিয়া (৩৭) তার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন ও পারিবারিক পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সোমবার (৭ জুলাই) সাঘাটা থানায় দাখিল করা লিখিত অভিযোগে শহিদ মিয়া উল্লেখ করেন, তার নাম, ছবি এবং ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে “Sohid Mia” নামে একটি ফেসবুক আইডি খোলা হয়েছে। উক্ত আইডি থেকে বিভিন্ন সময় তার পরিবার, ব্যক্তিজীবন ও ব্যবসা সম্পর্কিত তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এছাড়াও, ওই ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তিকে নিয়ে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে তাদেরকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।ফেসবুকের এই মিথ্যা আইডি ও তাতে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের কারণে তিনি ও তার পরিবার চরম মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন বলেও উল্লেখ করেন শহিদ মিয়া। জিডিতে ফেসবুক পোস্টের একটি লিংকও ( https://www.facebook.com/share/p/1bYX12R3KvJ ) সংযুক্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই লিংকে থাকা পোস্টটিতে তার পরিবার এবং এলাকার আরও কয়েকজনের নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে।এ ঘটনায় সাঘাটা থানার ওসি বরাবর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী শহিদ মিয়া।
আপনার মতামত লিখুন :