ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত 

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ

সুলতান কবির :

টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাঘিল

এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

ধনবাড়ি থানার এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী একজন নিহত হন। আহতদের ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সুলতান কবির

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

০১৭৪২১২১৮১৯