ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নিয়ম বহির্ভূতভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে নোটিশ বোর্ডে সংবাদ প্রতিবাদ

✒ ইয়ামিন হাসান: প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ

ইয়ামিন হাসান: গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অফিসের নোটিশ বোর্ডে নিয়ম বহির্ভূতভাবে সংবাদপত্রের প্রতিবাদ নোটিশ প্রকাশ করাকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। ২০ জুন ২০২৫ তারিখে দৈনিক আমার সংবাদ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দপ্তরের মেইলসহ একটি প্রতিবাদ নোটিশ সাঁটানো হয় কমপ্লেক্সের নোটিশ বোর্ডে। এছাড়াও সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নামীয় একটি ফেসবুক পেজেও এ সংক্রান্ত নোটিশ দেখতে পায় সাধারণ জনগণ।সরকারি প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ ধরনের সংবাদ প্রতিক্রিয়া টানানো কতটুকু বিধিসম্মত—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের ভাষ্য, এটি প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল।স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি জানিয়েছেন, একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ দিতে হলে তা নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের কাছে পাঠানো উচিত। একজন স্থানীয় রাজনৈতিক কর্মী জানান, নিয়ম ভেঙে সরকারি দেয়ালে এভাবে প্রতিবাদ টানানো উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি তদন্ত হওয়া জরুরি।একই দাবিতে স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধাও বলেন, সরকারি কর্মকর্তারা যদি নিজেরা নিয়ম না মানেন, তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিয়ম মানতে বলবেন? আমরা চাই, প্রকাশিত সংবাদের যথার্থতা যাচাই ও এই ধরনের কর্মকাণ্ডের তদন্ত হোক।এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয় নি।এ বিষয়ে স্থানীয়দের একাংশ মনে করছেন, সংবাদপত্রে প্রতিবাদ পাঠানো না করে এমনভাবে দেওয়ালে টানিয়ে দেওয়া অস্বচ্ছতা এবং প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয়। তাঁরা বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন।