ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মোঃ মিনারুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঃ
২০০৬ইং সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বগুড়া গাবতলীর “কাগইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল” এর স্থান (৫ই জুলাই-২৫ শনিবার) পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) মোঃ সাইদুর রহমান।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ডা. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য সেবা বিভাগ) অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন বগুড়া ডাঃ এ.কে.এম মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, মিজানুর রহমান মিন্টু, মোরশেদ আল আমিন লেমন, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান হিলু, সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক আজমল হোসেন শীষ, গাবতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন শিল্পী, তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডভোকেট জহুরুল হক কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মতিউর রহমান মতি, কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর, সাবেক প্যানেল চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল,
জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মুন্না মিয়া, কাগইল ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান, যুবদল নেতা ইব্রাহিম খলিলুল্লাহ, আব্দুর রহমান সুলতান, লুৎফর রহমান, হজরত আলী, আব্দুল হালিম, স্বপন মন্ডল, আবু মুসা বাবুল, আলপনা কবির বাবু, ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব, মোস্তাফিজার রহমান মোস্তা, ফিরোজ আহমেদ, ইমরান হোসেন মাসুম, স্বেচ্ছাসেবকদল নেতা হারুনুর রশিদ হারুন, নয়ন মিয়া সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর অতিথিবৃন্দ গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :