ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ

মো: রাজিবুল ইসলাম বাবু, নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া পৌর এলাকার পাঁচুড়িয়া জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচুড়িয়া জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমাম না থাকায় সম্প্রতি সাধারণ সভা ডেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি ইমাম নিয়োগ কমিটি গঠন করা হয়। কমিটির চারজন সদস্য একমত হয়ে একজন ইমামকে নির্বাচিত করেন। তবে নিয়োগ কমিটির সদস্য ও মসজিদ কমিটির ক্যাশিয়ার মোতালেব হোসেন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

শুক্রবার (৪ জুলাই) নতুন ইমাম জুমার নামাজ পড়াতে আসার কথা জেনে নামাজের আগেই মোতালেবের পক্ষে থাকা হায়দার ও সুজন নামে স্থানীয় দুজন নতুন ইমামকে ফোন করে মসজিদে আসতে নিষেধ করেন।

তবে ইমাম তা উপেক্ষা করে মসজিদে উপস্থিত হন এবং বিষয়টি পরিচালনা কমিটিকে অবহিত করেন।
ঘটনা জানতে পেরে উপস্থিত মুসল্লিদের মধ্যে মফিজ (৪২) এবং হাসিব (৩৫) নামের দুজন ইমামকে নিষেধ করার ঘটনায় প্রতিবাদ জানান।
পরে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মোতালেবের পক্ষের মুসল্লিরা মফিজ ও হাসিবের উপর হামলা চালায়। পরে, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে মফিজ (৪২), হাসিব (৩৫) ও মহসিন (৪০) নামের উভয় পক্ষের ৩ জন আহত হন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।