আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি: তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে অবদান রাখতে বগুড়া গাবতলীর তরফ সরতাজ দক্ষিণ পাড়ার আর্দশ ক্লাবের সদস্যদের মাঝে দুইটি ফুটবল উপহার দিয়েছেন সাংবাদিক আহসান হাবিব শিবলু। এই উপহার তার ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে প্রদান করা হয়। শুক্রবার (০৫ জুলাই) বিকেলে তরফ সরতাজ দক্ষিণ পাড়া গ্রামের মাঠে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম, ফ্রিলান্সার মঈনুল হাসান রিফাত, ইঞ্জিনিয়ার বিদ্যুৎ রহমান। তরফসরতাজ কামিল স্নাতক মাদরাসা ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ফাহিম হাসান, ছাত্রনেতা সুজন ইসলাম। প্রমূখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।

বক্তব্যে সাংবাদিক শিবলু বলেন — “খেলাধুলা আমাদের সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পারে। আমি চাই, আমাদের ছেলেরা মোবাইল-নেশা কিংবা অলস সময় কাটানোর পরিবর্তে মাঠে নামুক, দৌড়াক, খেলুক। এজন্যই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে যদি সামর্থ্য থাকে, আরও কিছু করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আর্দশ ক্লাবের ছেলেরা নিয়মিত খেলাধুলা করছে—এটা আমাদের এলাকাবাসীর জন্য গর্বের। তাদের সাফল্য কামনা করি।” পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তরে জানান আহসান হাবিব শিবলু একজন তরুণ, উদ্যমী ও সমাজ সচেতন সাংবাদিক। বগুড়া জেলার গাবতলী উপজেলার তরফ সরতাজ দক্ষিণ পাড়ার সন্তান শিবলু বর্তমানে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন। ফুটবল পেয়ে খুশি ক্লাবের সদস্যরা ও স্থানীয় তরুণরা। তারা জানান, সামান্য এই সহযোগিতাও তাদের মাঝে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে
আপনার মতামত লিখুন :