ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর মায়ের মৃত্যু

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

আজহারুল ইসলাম সাদী

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী ও চারুকলা ও সঙ্গীত শিল্পী বংশি বাদক
আছাদুজ্জামান আছাদের মাতা নুরুন্নাহার (৭৮) বার্ধক্য জনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) ভোর ৩ টার দিকে বাধ্যর্ক্যজনিত কারণে সাতক্ষীরা শহরের মধ্য-কাটিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর মধ্য কাটিয়া ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ শেষে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমা নুরুন্নাহার এর মৃত্যুতে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যসহ এলাকার সর্বস্তরের মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।