ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

আগামীর রাষ্ট্র হবে জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শে গড়া”সাঈদ সোহরাব

✒ আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার, মির্জাপুর (টাঙ্গাইল)  প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ণ

আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার, মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব বলেন, “আগামীর বাংলাদেশ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শে পরিচালিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র—যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমার রাজনীতির পথচলা শুরু। মির্জাপুরে কখনোই আমি সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলাম না। শহীদ জিয়ার আদর্শই আমার রাজনীতির পাথেয় এবং আগামীতেও সেই পথেই চলব।”

আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সচিব সাদেক আহমেদ খান, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান মাসুদ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স এবং যুবদল নেতা মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা সঞ্চালনা করেন মির্জাপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও মির্জাপুর কলেজের সাবেক ভিপি মো. হযরত আলী মিয়া।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।