ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

পিতার সম্পত্তি আত্মসাতের চেষ্টা থেকে রক্ষাও নিরাপত্তা দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

✒ আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া, প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ

আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া, প্রতিনিধিঃ পিতার সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ ও নিরাপত্তাহীনতার দাবিতে সোমবার (৩০ জুন) বগুড়া প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন মেয়ে মারিয়া মাহফুজ। এ বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান।গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া শাহপাড়া পৈত্রিক গ্রামের ও বর্তমানে বগুড়া মালতীনগর পাইকারপাড়া এলাকায় বসবাসকারী মারিয়া মাহফুজ বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে আরো জানান, তার বাবা এস.এম মাহফুজুল আলম ডন ২০০৭ সালের (২৬ ফেব্রুয়ারি) মৃত্যু বরণ করেন। পিতার মৃত্যুর পর চাচাতো ভাই এস.এম মনিরুল আলম জুন ও এস.এম মঞ্জুরে আলম মুন অভিভাবকত্বের নামে তার পরিবারের সম্পত্তি দেখভাল করতো।২০১৪ সালে পিতার প্রথম স্ত্রীর সন্তান নুরুন নবী নয়নকে তার বাবার সন্তান দাবি করে ও জাল দলিল তৈরি করে, পিতার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন।নয়নের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদে পিতার নাম মোঃ আব্দুল খালেক রয়েছে। নয়নের মা-কখনো মাহফুজুল আলম ডনের সন্তানের স্বীকৃতি ও পরিচয় দাবী করেননি।সংবাদ সম্মেলন কারী মেয়ে মারিয়া মাহফুজ বলেন, ২০২৪ সালে পারিবারিক কারণে আমি জমি বিক্রি করতে গেলে প্রতিপক্ষগন তাতে বাধা প্রদান করে এবং ক্রেতাদের ভয়ভীতি দেখায়। প্রতিপক্ষরা আমাদের সম্পত্তিকে নিজেদের বলে দাবি করে আমাদের নামে মামলা দায়ের করে, উচ্চ আদালতে আপিল মামলা যার নং-৪৭/২৫), চলমান রয়েছে।সংবাদ সম্মেলনপ বলা হয়, প্রতারণা করে জাল দলিল করায় দুটি মামলা দায়ের করা হয়েছে।আদালতের রায়প্রাপ্ত ও নির্দেশ অনুযায়ী জমি মাপতে গেলে থানার এস আই সোহাগ নিষেধ করেন, যা আদালতের আদেশের পরিপন্থী। সংবাদ সম্মেলনে মারিয়া মাহফুজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ও পিতার সম্পত্তি রক্ষা সহ তার পরিবারের নিরাপত্তার দাবী করেন।