ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
সাঘাটা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলার অন্তর্গত সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ২৬/০৬/২০২৫ইং, রোজঃ বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকায়, ইটাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়নের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আনিছুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন মন্ডল, এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সহ-সভাপতি- মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামান ফারুকী, গাইবান্ধা জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও জেলা জামায়াতের সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ শাফিউল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোঃ মোত্তালিব হোসেন শেখ, এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আলমগীর হোসেন, সেক্রেটারি মোঃ মজিদুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ নাজির হোসেন, সেক্রেটারি আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সুজন মিয়া, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আতাউল গনি ওসমানী, সেক্রেটারি মাওলানা মোঃ লুৎফর রহমান মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
আলোচনা সভা সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ মশিউর রহমান সরকার।
আলোচনা শেষে সকল দায়িত্বশীলের উদ্দেশ্যে প্রধান অতিথি, মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন মন্ডল বলেন আমাদের আগামীর টার্গেট জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকল ভোটারের নিকট জামায়াতে ইসলামীর দাওয়াত পৌছে দিতে হবে। এবং আগামী নির্বাচন হবে সচ্ছ ও নিরপেক্ষ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলতে চাই আমরা আর ফ্যাসিবাদী নির্বাচন দেখতে চাই না। আপনাদের নিকট দাবী বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। এবং কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ভোট সেন্টারে সকাল থেকে ভোট গননা পর্যন্ত অপেক্ষা করবেন। যদি কেউ অবৈধভাবে ভোট সেন্টারে ছয় নয় করার চেষ্টা করে তাদের উচিৎ জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। পরে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা শেষ করেন।
আপনার মতামত লিখুন :