ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পাবনায় অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট , ভোগান্তিতে যাত্রীরা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ

এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি

পাবনা ঢাকা মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্ঠ কালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। বৃহষ্প্রতিবার ( ২৬ জুন ) সকাল ১০ টা থেকে পাবনা জেলা মোটর মালিক ও শ্রমিক রা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।এতে ভোগান্তিতে পড়েছেন সাধারন যাত্রীরা।
দীর্ঘদিন ধরে সিরাজগন্জের শাহজাদপুর উপজেলার মোটর মালিক শ্রমিকরা পাবনার ঢাকাগামী পরিবহন শ্রমিকদের শারিরিক ও মানষিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।
সর্বশেষ গত ২৫ জুন শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনার একজন শ্রমিক কে মারধর করলে এর প্রতিবাদে এই ধর্মঘট শুরু হয়।

এ দিকে চলমান অনিদ্রিষ্ট কালের পরিবহন ধর্মঘটে সাধারন যাত্রীদের চড়ম ভোগান্তিতে ফেলেছে। এমন পরিস্হিতিতে যাত্রীরা দ্রুত প্রশাসনের হস্ত ক্ষেপ কামনা করছেন এবং বাস চলাচল স্বাভাবিক করার দাবী জানিয়েছেন।

শুক্রবার ( ২৭ জুন ) বিকেলে পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সচিব আমিনুল ইসলাম বাবলু বলেন ,পাবনা মোটর মালিক গ্রুপ ও বাস মিনিবাস মালিক সমিতি সহ তিনটি সংগঠনের যৌথ ডাকে পাবনা ঢাকা রুটে দুর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রয়েছে।

পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা জানিয়েছেন, শাহজাদপুরের বাস শ্রমিকরা বারবার পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে।
প্রশাসনের হস্তক্খেপ ও স্হায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।