ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

জলঢাকায় ব্রিধান ১০৩ জাতের নমুনা শস্য কর্তন

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ

নীলফামারীর জলঢাকায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ব্রি-ধান ১০৩ এর নমুনা ফসল কর্তন করা হয়েছে। শনিবার (১৪ই অক্টোবর) কাঁঠালী ইউনিয়নের দক্ষিন দেশীবাড়ী সংলগ্ন মাঠে কর্তন অনুষ্ঠান করা হয়।

২০২২-২৩ অর্থবছরের রাজস্ব অর্থায়নে কৃষক মোঃ এরশাদ আলী জমিতে ব্রি ধান-১০৩ এর ধান চাষাবাদ করেন।কর্তন শেষে দেখা যায় তার ক্ষেতে এ ধানের জাত শতাংশ প্রতি ২৩.৭৬ কেজি হয়।যা বিঘা প্রতি ৭৮৪.২৫ কেজি ও হেক্টর প্রতি ৫.৮৭ মে.টন ফলন হয়।এ জাতটি বিদ্যমান জাতের তুলনায় বিঘা প্রতি ১ থেকে ২ মন ফলন বেশি, খড়ের ফলনও বেশি।কৃষকের ক্ষেতের ফসল দেখে পাশের কৃষকরা এই জাতের ধান চাষাবাদে আগ্রহ প্রকাশ করেছেন।

নমুনা শস্য কর্তনকালে এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নীলফামারীর জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ ও বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রদর্শনীর কৃষক-কৃষাণী বৃন্দ।

উপস্থিত কৃষক-কৃষাণীকে ব্রিধান-১০৩ সহ রোপা আমন ধানের উন্নত জাতের আবাদের পরামর্শ প্রদান করা হয়েছে।এ জাতের ধান আগাম পাঁকে ফলে কৃষক অন্যান্য ফসল আবাদ করতে পারে।