ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

তাড়াশে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫০)নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। (১৫ জুন) রবিবার ভোরে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের সোনাপাতিল গ্রামের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মোটরসাইকেল চারক ঈমান আলী উপজেলার মাধাইনগর ইউনিয়নের  ক্ষুদ্র মাধাইনগর গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে। ওই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও ২ জন আরোহী আহত হয়েছে। আহতরা হলেন,কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সিফাত (২১) ও শামীম সরকার (২৯)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ওই ব্যক্তি তার  ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে তাড়াশ – সলঙ্গা আঞ্চলিক সড়ক দিয়ে  সলঙ্গা থেকে তাড়াশের দিকে যাচ্ছিলেন।মোটরসাইকেলটি উল্লেখিত স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইমান আলী সহ অন্য দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার কাজলী খাতুন মোটরসাইকেল চালক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অন্য  দুজন বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে