ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটা উপজেলার জালাল তাইড় গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকালে এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলাকারীদের বিরুদ্ধে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।মোছাঃ সুমনা বেগম (৩০) জানান, গত ৮ জুন সকাল ৯ টার দিকে একই গ্রামের মোঃ সাদিক (২০), মোঃ ওয়াসিম (৩৫), মোঃ দিপু মিয়া (২২), মোঃ ছায়দার রহমান (৫০), মোঃ সজিব (২০), মোঃ সৈকত (২২), মোছাঃ সাবিনা বেগম (৪৫), মোঃ এখলাছ (৫৫) সহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পিতা মোঃ সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায়।সুমনার ভাষ্যমতে, আসামিরা তার পিতা সাইফুল ইসলামকে বেধড়ক মারধর করে। এরমধ্যে সাদিক ধারালো ছোরা দিয়ে মাথায় আঘাত করে, আর ওয়াসিম দা দিয়ে উপুর্যপরী কোপ মেরে তার পিতা সাইফুল ইসলামের চোখের নিচে গুরুতর জখম করে। হামলায় বাধা দিতে গেলে সুমনা, তার মা মঞ্জিলা বেগম এবং ভাই মারুফ হোসেনকেও মারধর করা হয়। হামলার একপর্যাপয়ে আসামি দিপু মিয়া দা দিয়ে মারুফ হোসেনের পায়ের গোড়ালিতে কোপ দেয়। এতে সে রক্তাক্ত আহত হয়। এ ছাড়া সাবিনা বেগম সুমনার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যার বর্তমান মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। সৈকত তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায় বলেও অভিযোগ করেছেন সুমনা।স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এই ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা রিমন, সোনিয়া আক্তার ও মোঃ আইনুল হকসহ অনেকে অবগত আছেন বলে জানান ভুক্তভোগীরা।এ বিষয়ে সুমনা বেগম সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :