মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ঈদগাহে শান্তি পূর্ণভাবে ঈদ-উল-আযহা”র জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। শনিবার (৭ জুন) উপজেলার পৌর শহরে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদের জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল সারে ৮ টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। দু’রাকাত নামাজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ হাজার হাজার মুসল্লিকে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাতে শামিল হন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় নিজেদের পাপ মোচনে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ প্রাঙ্গণ। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে ঈদগাহে নামাজ আদায়ের জন্য সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে থাকেন। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ পাঞ্জাবি-পাজামা-টুপি পরে দলে দলে আসেন এই ঐতিহ্যবাহি ঈদগাহ মাঠে। এছাড়াও পৌর শহরের অন্যান্য মাঠ সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদগাহ মাঠে ঈদের জামাত শান্তি পূর্ণভাবে শেষ হয়েছে। ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল সুন্দর। সকালে সুন্দর আবহাওয়ায় ঈদের জামাত আদায় করতে পেরেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল। ফুরফুরে মেজাজে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন।
আপনার মতামত লিখুন :