আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া। বগুড়া গাবতলীতে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে ০৪ জুন বুধবার ৫, ৬,৮,৮,৯ নং ওয়ার্ডে বিনা মূল্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল সুবাধাভূগীদের মাঝে বিতরণ করেন। আগমী কাল ০৫ জুন বৃহস্পতিবার ১, ২,৩,৪ নং ওর্য়াডের বিতরণ করবে।অত্র ইউনিয়নে ১৮৭২ জন সুবিধাভূগীগণ এ চাল পাবে। ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হৃদয় হাসান গোলজার। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আব্দুস ছালেক, ইউপি সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল আহম্মেদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, হিসাব সহকারী আপিরুল ইসলাম প্রমুখ
আপনার মতামত লিখুন :