ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গাইবান্ধায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

✒ মোঃ মিঠু মিয়া :  প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া : গাইবান্ধা ৪ঠা জুন ২০২৫ইং গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় পুলিশ সদস্যদের কল্যাণমূলক প্রস্তাব আহ্বান করা হয় এবং তাদের যেকোনো প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “আপনাদের পেশাদারিত্ব বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকতে হবে। সরকারি সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে এবং একই সঙ্গে নিজের পরিবার ও সমাজের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে।”সভায় বিভিন্ন স্তরের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।কল্যাণ সভা শেষে অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অতিথিরা আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন এবং দীর্ঘ চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। পুলিশ সুপার তাদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।এছাড়া পুলিশ পরিদর্শক (শহর ও যান), জনাব মোঃ হেলাল উদ্দিন-এর রংপুর জেলায় বদলিজনিত বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়। তিনি তার বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার স্মৃতিচারণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সম্মাননা স্মারক তুলে দেন।পরে পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মে মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।