আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া। বগুড়া গাবতলী সদর ইউনিয়ন পরিষদে ০৪ জুন বুধবার বিনা মূল্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল ১১২২ জন সুবিধাভূগীদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আমিনুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার,৭নং গাবতলী সদর ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউল হাসান। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সবুজ আহমেদ। ৯নং ওয়ার্ড মেম্বার এনামুল হক মজনু। ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম। ৭নং ওয়ার্ড মেম্বার স্বপন প্রামানিক। ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা মেম্বার মর্জিনা বেগম। গবাতলী সদর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক এরশাদ সরকার। বিএনপি নেতা আব্দুল্লাহ, ছাত্র নেতা মেহেদী, সুজন, উদ্যোক্তা আল আমিন, সিমা সহ গ্রাম পুলিশ শ্রী মোহলাল,শ্রী শতলাল, কুসু সরকার,জুব্বার, আঃ মান্নান, দিলীপ, চঞ্চল, রুনা প্রমূখ।
আপনার মতামত লিখুন :