ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের হাতে ৫ ডাকাত আটক

✒ মো: মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার: প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ

মো: মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার:  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  ৩ জুন মঙ্গলবার পুলিশ কর্মকর্তা মো: মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাকাত দল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  সোমবার সাভার ও  মিরপুর থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয। এ সময় তাদের সাথে থাকা ডাকাতির মালামাল  ৪টি মোবাইল সহ নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, ইউসুফ জমাদ্দারের ছেলে মো: আব্দুল হাকিম, আমির হোসেনের ছেলে সোহাগ (২৭)মো: আসাদের ছেলে রোমান (২৫)সুবহান সিকদারের ছেলে মিলন শিকদার রিপন(৪৫)এবং ইয়ার হোসেন ব্যাপারীর ছেলে মো:আরিফ হোসেন (৩২)গ্রেফতারকৃতদের সকলের বাড়ি বরিশাল বলে জানা গেছে।  উল্লেখ্য,৩১ মে রাত আনুমানিক ৩টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া বাইপাসএলাকায় জর্ডান প্রবাসী এক নারী মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে ডাকাতির কবলে পড়ে। ডাকাত দল তার সাথে থাকা ৭০ হাজার টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতির বিষয়টি টহল পুলিশের নজরে এলে তারা উদ্ধার করতে এগিয়ে যায়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে তাদের সাথে নিয়ে আসা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। এসময় ডাকাতদের ছোঁড়া গুলিতে পুলিশের এক সদস্য আহত হন।পরে তাকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।  সহসাই ছাড়া পেয়ে যাবে না এই ডাকাত দল, এদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যতে যাতে করে আর কেউ ডাকাতি করার সাহস না পায় এলাকাবাসীর দৃঢ় প্রত্যাশা এটি।