ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

পলাশবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত

✒মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার: ' প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার: ‘‘যারা খুধায় যোগায় অন্য,আমরা আছি তাদের জন্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা হল রুমে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পলাশবাড়ী আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম এর সভাপতিত্বে ও স্বর্না সাহা টুসি সঞ্চলনায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বুধবার সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)এর আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃরোস্তম আলী অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা স্বাগত বক্তব্য রাখেন ফাতেমা কাওসার মিশু উপজেলা কৃষি কর্মকর্তা,মূল কথা উপস্থাপনা করেন হেনা নাসরিন অতিরিক্ত কৃষি অফিসার পলাশবাড়ী,উপ সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিনপৌরসভা ব্লক। এময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ জামাতে ইসলামি উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক,অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার,এন জিও কর্মকর্তা,সাংবাদিক,রাজনীতিবিদ, পুষ্টি স্কুলের উদ্যাক্তাগন।