ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ ও হৃদয় নামে দুই ছাত্রের মৃত্যু,আহত ১ জন

✒ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর জেলার পত্নীতলা (নজিপুর) থেকে বেড়িয়ে আসার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুনিধির আশরাফ (১৭) ও আখতারুজ্জামানের ছেলে হৃদয় (১৭) এসএসসি ফল প্রার্থী।  দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধার পূর্বমহূর্তে মহাদেবপুর ও পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার মাঝামাঝি পার্বতীপুর মোড়ে। নিহত সুনিধির আশরাফ মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে ও পলেটেকনিক কলেজের ছাত্র। এবং আখতারুজ্জামানের ছেলে হৃদয় (১৭) ও এসএসসি ফল প্রার্থী।  স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা হলেন তিন বন্ধু। তারা বাড়ি থেকে নজিপুর বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে মহাদেবপুর ও পত্নীতলা থানার মাঝামাঝি পার্বতীপুর মোড়ে আসে। সে সময় ওই স্থানে রাস্তার ধারে একটি বাস দাঁড়িয়ে ছিল। তাদের মোটরসাইকেলের গতি অনেক বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়ানো ওই বাসের পেছনে ধাক্কা লাগিয়ে দেয়। ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি বাসের বাঙ্কার ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। সেখানেই সুনিধির আশরাফের ও হৃদয়ের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা নিহত আশরাফ হৃদয়কে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।