ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫
মোঃ শামীম মিয়া দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ উল আযহার কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর, সানান্দবাড়ি, তারাটিয়া, কাঠারবিল, ঝালোরচর, দেওয়ানগঞ্জ পৌর পশুর হাটগুলো। পশুর হাটে প্রচুর পরিমাণে গরু-ছাগল, ভেড়া উঠেছে। এতে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা কম দেখা গেছে। তবে পশুর দাম কিছুটা হাতের নাগালে থাকায় উৎসবমুখর পরিবেশে কোরবানি উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে পশুর দাম কষাকষি। রবিবার (০১ জুন) সকাল থেকে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ও দেওয়ানগঞ্জ পৌর গো হাটখোলা সাপ্তাহিক হাটে দেখা যায় গো হাটের এমন চিত্র। উপজেলার সবচেয়ে বড় ২টি হাট ছাড়াও সাপ্তাহিক তারাটিয়া হাটসহ ছোট-বড় হাটে গরু ক্রয় ও বিক্রয় হয়। উপজেলার ইউনিয়নসমূহ ও আশপাশের উপজেলা থেকে বিভিন্ন জাতের পশু ক্রয়-বিক্রয় করে থাকেন ক্রেতা ও বিক্রেতারা। এবং রাস্তার ধারে দেখা গেছে পশুর ট্রাক আনলোড ঢাকার উদ্দেশ্যে বিক্রি। সানান্দবাড়ি বাজারে গরু কিনতে আসা রফিকুল ইসলাম জানান, ‘প্রতি বছর পশু কোরবানি দেই, তাই সরাসরি হাটে এসেছি। এত পরিমাণ গরু হাটে উঠেছে যা কল্পনার বাইরে। একটা মানসম্মত গরু ক্রয় করব। সেজন্য পুরো হাট দেখছি এবং সুস্থ সবল গরু কিনেই বাড়ি ফিরব।’ দেওয়ানগঞ্জ বাজারে গরু বিক্রি করতে আসা আবুল কাসেম জানান, ‘দেওয়ানগঞ্জ গো হাটে প্রচুর গরু উঠছে, এই হাটে দেশীসহ বিভিন্ন জাতের গরু পাওয়া যায়। অনেক পুরনো হাট, ভালো দাম পাবো বলে এই হাটে গরু বিক্রি করতে আসছি।’ দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘উপজেলার কয়েকটি ছোট-বড় হাটে কোরবানিতে গবাদি পশুর বিক্রি হচ্ছে। কোরবানি পশু সুস্থ ও সঠিক গরু চেনার পাশাপাশি হালাল জবাইয়ের প্রক্রিয়াসহ সঠিকভাবে পশুর চামড়া ছড়ানোর নিয়ম এবং স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনার উপরে প্রাণিসম্পদের পক্ষে থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার স্থায়ী এবং অস্থায়ী কোরবানির পশুর হাটগুলোতে মেডিকেল টিম রয়েছে, আশা করছি বিক্রেতাদের যাতে কোনো সমস্যা না হয়।’ দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান জানান, ‘দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর, সানান্দবাড়ি, তারাটিয়া, কাঠারবিল, ঝালোরচর, দেওয়ানগঞ্জ পৌর গো হাটসহ সাপ্তাহিক হাট বসে। এই সব হাটে কোরবানি পশু বিক্রি হচ্ছে, ক্রেতা এবং বিক্রেতাদের যাতে সমস্যা না হয়, সেই জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে।
আপনার মতামত লিখুন :