ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫
সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) বিকেলে তাড়াশ সদর ইউনিয়নের সাস্তান গ্রামে এ ঘটনা ঘটে । নিহত প্রশান্ত সাস্তান গ্রামের হিরন চন্দ্র এর ছেলে ও সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে প্রশান্ত বাড়ির পাশের জমিতে ধানের আটি বোঝা বেঁধে বাসায় আনার সময় আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে প্রশান্ত মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে তার বাবা মা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে রাস্তায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শ্রী বুলন চন্দ্র বসাক। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
আপনার মতামত লিখুন :