ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র জনতা কে হত্যা করেছে, তারা খনি হিসেবে পরিচিতি- আমান উল্লাহ আমান

✒  মোঃ রুবেল হোসেন, সাভার: প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ

 মোঃ রুবেল হোসেন, সাভার: আওয়ামী লীগ হাজার হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। বিএনপির নেতাকর্মীদের খুন-গুম করেছে। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। তারা খুনি হিসেবে পরিচিত হয়েছে। খুনি হিসেবে পরিচিত হওয়াতে আইন করে তাদের রাজনীতি বন্ধ করে দিয়েছে ,আওয়ামী লীগ আর কোনদিন নির্বাচন করতে পারবে না।সাভারের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন,‌‌আমান উল্লাহ আমান। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ জুন) সকালে সাভারের হেমায়েতপুর পূর্বহাটি ঈদগাহ মাঠে এ দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি,সাবেক মন্ত্রী চারবারের এমপি ও আধুনিক কেরানীগঞ্জের রূপকার আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিন উদ্দিন। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এ্যাড: মেহেদী হাসান। তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল। ঢাকা জেলা বিএনপি নেতা শাওন সরকার। তেতুলঝোড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারক হোসন সহ সাভার ও কেরানীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।