ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে সাতক্ষীরা শ্রমিক দলের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের সঙ্গীতা মোড়ে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, মো. ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক মো. শাহাদাত হোসেন, জেলা ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, জাতীয়তাবাদী ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিকদল ভি.আই.পি সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :