ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মিনারুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিয়াউর রহমান। বৃহস্পতিবার ২৯মে ২০২৫, এই পরিদর্শনকালে তিনি চাল বিতরণের স্বচ্ছতা, সুশৃঙ্খলতা এবং উপকারভোগীদের মাঝে সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) মোঃ জহিরুল ইসলাম এবং দেউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম। জনগণের মাঝে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে সহায়তা দিয়ে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা—তা নিশ্চিত করতে ইউএনও নিয়মিতভাবে বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :