আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়াঃ (২৮ মে বুধবার) বগুড়া গাবতলী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বুধবার (২৮ মে) প্রধান অতিথি হিসেবে গাবতলী কলেজের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি বলেন এই কলেজের ছাত্রীদের ফলাফল প্রশংসনীয়, সকলের সহযোগিতা পেলে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গাবতলী থানা বিএনপির সদস্য, পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি’র গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। কলেজের সভাপতি বিশিষ্ট কৃষিবিদ ড.মাহমুদুল হাসান সুজার সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ নুর আলম সিদ্দিকর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক জাহিরুল ইসলাম, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, সুলতানা বিধরা, হামিদুল হক শিলু। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :