ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে এক মহিলাকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাবতলী পৌর এলাকার হাসনাপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, গাবতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের হাসনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী চামেলি বেগমকে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে গত ২৬ মে বিকালে প্রতিপক্ষরা মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয় । এ ঘটনায় ২৬ মে মামুন মিয়া বাদি হয়ে একই গ্রামের বুলু প্রাং,মুক্তার ও ববিতাকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :