ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়ন এর হরিপুর গ্রামের বাসিন্দা শামীম মিয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাট ও ডাকাতির অভিযোগ উঠেছে। গত ২৩/০৫/২০২৫ ইং রোজঃ শুক্রবার সকাল ০৮ ঘটিকায় শামীম মিয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাট ও ডাকাতির হয়। এ বিষয়ে তারাকান্দা থানার অভিযোগ দায়ের করেন মোঃ শামীম মিয়া। এ ঘটনায় শামীম মিয়া মা মোছাঃ জুলেখা খাতুন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকগণ জানান উনার মায়ের ডান হাতটি ভেঙে গেছে অতি শীঘ্রই অপারেশন করাতে হবে। অভিযোগ দায়ের এর পর তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার অভিযুক্ত আসামিরা হলেন,,১/মোঃ তারেক সরকার (২৮),২/মোঃ রফিক মেম্বার (৪৮),৩/মোছাঃ রহিমা খাতুন(৬৫),৪/ হ্যাপি আক্তার (২৭), সহ আরো অজ্ঞাতনামা ৪/৫জন। দীর্ঘদিন যাবত শামীম মিয়ার সাতে নানান অজুহাত ধরে ঝামেলা সৃষ্টি করছে অভিযুক্ত আসামি গণ। এ ঘটনার পর থেকে শামীম মিয়ার ছোট বোন কে খুজে পাওয়া যাচ্ছে না। সন্ত্রাসী বাহিনীরা শামীম মিয়ার বোন মোছাঃ কলি আক্তার ও তার পরিবার এর সকল সদস্য দের এলাকায় পেলে প্রানে মেরে ফেলে লাশ গুম করে ফেল বে বলে যানা যায়। বসত ঘর ভাঙচুর ও ঘরে থাকা আসবাবপত্র কোপায়া ভাঙচুর ও লোটপাট করে নিয়ে যায়। শামীম মিয়া জানান এ ঘটনায় শামীম মিয়ার প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। শামীম মিয়া ও তার পরিবার প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবার জানান এরা খুবই খারাপ প্রকৃতির লোক, এরা এলাকার কোন বিচার শালিশ মানে না। এ বিষয়ে তারাকান্দা থানার তদন্ত ওসির সঙ্গে কথা বললে তিনি জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :