আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী মসদই জনকল্যাণ সংঘ। যা স্থাপিত হয়েছে ১৯৬১সালে।মসদই জনকল্যাণ সংঘের নবনির্বাচিত সভাপতি পদে মসদই গ্রামবাসী ও মসদই যুবসমাজ ও মসদই মুরুব্বিদের সম্মতি হয়ে মসদই জনকল্যাণ সংঘের নিজ কার্যালয়ে এ-ই কমিটির সভা অনুষ্ঠিত হয়। কাজী আঃ আওয়ালের সভাপতিত্বে ও মোঃ রুমেল খানের সঞ্চালনায় এ-ই কমিটির অনুমোদনে সভাপতি পদে প্রার্থী না থাকায় সাবেক সফল মসদই জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও মসদই জনকল্যাণ সংঘের কার্যকরী সদস্য বর্তমান মসদই যুবসমাজের আইকন একজন খেলাধুলার ক্রীড়া প্রেমিক মোঃ জাহিদুল ইসলাম খান জাহিদকে নির্বাচিত করা হয় জাহিদুল ইসলাম খানকে। জাহিদ তিনি দীর্ঘদিন ধরে মসদই জনকল্যাণ সংঘ ও মসদই গ্রামবাসীর বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক, শিক্ষা, চিকিৎসা, ধর্মিয়, সামাজিক কাজে নিজেকে নিখুঁতভাবে নিয়োজিত রেখেছেন। এব্যাপারে সত্যতা নিশ্চিত জানার জন্য মোবাইলে নবকমিটির সভাপতি মোঃ জাহিদের সাথে কথা বলে ও সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুমেল খানের সাথে কথা বলে নিশ্চিত করা হয়।এ ব্যাপারে মোঃ জাহিদের সাথে কথা হলে তিনি বলেন আমরা মসদই বাসী এটাই আমাদের বড় পরিচয় আমাদের মসদই আমাদের অহংকার মসদইবাসী যে দায়িত্ব আমাকে দিয়েছে তা আমি প্রতিটি কাজ দল-বল নির্বিশেষে সকলকেই নিয়ে কাজ করব।মসদই সামাজিক কাজ সহ মসদই ছোট বড় সকলকেই নিয়ে আমি মসদইকে একটি রোল মডেল হিসেবে তৈরি করতে চাই।এখানে আমরা মসদই এটাই নিয়ে বড় হয়ে সামনে এগিয়ে যেতে চাই। তাই আমি মসদই সকলের দোয়া ও সহযোগিতা বেশি প্রয়োজন। আমি আশা করি আমাকে সকলেই সহযোগিতা করবে।মসদই খেলাধুলা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন মসদই একটি ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের খেলাধুলা সাংস্কৃতিক শিক্ষা চিকিৎসা সুনাম রয়েছে, তা বরাবর ধরে রাখা হবে, আমরা মসদই গ্রামবাসী আগেও খেলাধুলা করে আসছে এখনো চলবে।তবে আমি চেষ্টা করিব। মসদই যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে তাদেরকে মাঠ মুখি করতে। এব্যাপারে গ্রামের মুরব্বি, যুবসমাজের, শহরবাসী,প্রবাসী সকলের সহযোগিতা প্রয়োজন, আমি আশা করছি সুন্দরভাবে সকলেই সহযোগিতা করবে।
আপনার মতামত লিখুন :