আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে আরা সংস্থার প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত। রবিবার (২৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রভ সভাঘরে জেলা প্রশাসনের সাথে এ্যাকশন ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (আরা) সংস্থার প্রকল্প সমন্বয় সভায় আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. আনিছুর রহমান, আরা প্রকল্পের পৌর কমিটির সভাপতি ফরিদা আক্তার বিউটি, ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক রিমি ও ফাতেমা। উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম শামীম, জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষণ সদস্য সাকিবুর রহমান বাবলা, পৌর ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আরা প্রকল্প সমন্বয়ক ও অন্যান্য কর্মী। আরা সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড সহযোগিতায় চলমান প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, উপকারভোগী, কৌশল, চ্যালেঞ্জ ও অর্জনের উপর উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।
আপনার মতামত লিখুন :