ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

পীরগাছায় উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ হাফিজার রহমান ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ

পীরগাছায় উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত । রংপুরের পীরগাছায় উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সভাপতি রংপুর মহানগর, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ আবু নাসের শাহ মো: মাহবুবার রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন , রংপুর জেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক এস এম ইয়াসির রহমান, জেলা জাপা নেতা লোকমান হোসেন, সাজ্জাদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম, তৌহিদুল ইসলাম, জেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা জাপার সাংগনিক সম্পাদক দুলাল মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ইসমাইল হোসেন সাদ্দাম, সাধারন সম্পাদক রওশন জামিনসহ অন্যান্যে নেতৃবৃন্দ। এর আগে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।