গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে গভীর রাতে জানালার গ্রিল কেটে টাকা ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামে। জানাগেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের সুপদ মহন ঘোষের ছেলে স্কুল শিক্ষক সুবির চন্দ্র ঘোষের মা কান্তি রানী ঘোষ কে রাজু নামের এক ব্যাক্তি বিভিন্ন ভয়ভিতী প্রদান করে বাড়ীতে থাকতে নিষেধ করলে তার বাপের বাড়ীতে চলে যায়। গত ২১ মে দিবাগত গভীর রাতে কে বা কাহারা সুবির ঘোসের রাড়ীর জানালার গ্রিল কেটে আলমারীতে থাকা ১০ ভরি স্বর্ণ যাহার মূল্য ১৫ লক্ষ টাকা ও নগদ ৯ লক্ষ টাকা, ব্যাংক চেকের স্বাক্ষরিত চেক বই জরুরী ডুকুমেন্ট, আসবাপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাজুকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি মডেল থানার এসআই রাজু তদন্ত করবেন।
আপনার মতামত লিখুন :