ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

নওগাঁয় রক্তে রাঙানো উনিশে মে আসামে বাংলা ভাষা শহীদ দিবস পালিত

✒  উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ  ১৯মে আসামে বাংলা ভাষা শহীদ দিবস। দিবসটি পালন উপলক্ষে একুশে পরিষদ নওগাঁ আজ ১৯ মে ২০২৫ সোমবার সন্ধ্যা সোয়া ৭:০০ টায় নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আসামের বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে। প্রতাপ চন্দ্র সরকারের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি অ্যাড. ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাইস পারভীন, সুবল চন্দ্র মন্ডল, সাচ্চু হোসেন, অণিমা দেবনাথ, এম,এম রাসেল, এস,আই রাসেল, অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, বিন আলী পিন্টু, বাবলু মুহরী প্রমুখ বক্তব্য রাখেন। ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার দাবীতে আন্দোলনকারী ১১ জন ভাষাপ্রেমিককে আসামের প্রাদেশিক পুলিশ গুলি করে হত্যা। আমাদের মায়ের ভাষা বাংলা রক্ষায় সকল শহীদদের প্রতি রক্তিম অভিবাদন। উল্লেখ্য, বেশ কয়েক বছর থেকে নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “একুশে পরিষদ নওগাঁ” আসামে বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ১৯ মে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে আসছে।