আনোয়ার হোসেন ,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে অবস্থিত ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে (বুধবার) সকাল ১১ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে স্কুল এন্ড কলেজ এর শিক্ষকমন্ডলী, প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মির্জাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট হাবিবুর রহমান,অভিভাবক সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান এবং সদস্য সচিব অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ মতিন। আনাইতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মিয়ার সঞ্চালনায় এই পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা এবং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র সরকার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ডে বর্তমান কমিটি এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান তার বক্তব্যে এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে যারা জমি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এবং সন্তান দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, মির্জাপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী যেই উদ্দেশ্যে এবং লক্ষ্য নিয়ে আমাকে ত্র প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আমি যেন এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমার নেতার লক্ষ্য বাস্তবায়ন করতে পারি সবার কাছে সেই দোয়া এবং সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে মির্জাপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল জিহাদী’র মোনাজাত এবং উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :