গাবতলী প্রতিনিধিঃ আগামী ২৩ মে বগুড়ায় কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষায় ও ২৪ মে তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ১৯ মে বগুড়ার গাবতলীর দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রস্তুতি সভা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা , দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আশিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল হাসান যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক , ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক মামুন মোল্লা, সদস্য সচিব নিরব, যুগ্ন আহবায়ক শাহিন আলম ছাত্রদলের সেক্রেটারি তৌহিদ, দুর্গাহাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রদীপ কুমার টোটন, যুবদলের সদস্য আনোয়ার হোসেন সাদ্দাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :