ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

রাস্তায় ধান ও পল, জনভোগান্তি চরমে

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

ইয়ামিন হাসান: গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন পাকা রাস্তা ও মিনি হাইওয়েতে এখন চলাচল যেন একপ্রকার ঝুঁকিপূর্ণ অভিযানে পরিণত হয়েছে। জমিতে ইরি ধান পাকতে শুরু করায় গেরস্থরা ধান কেটে ধান কিংবা ধানের পল শুকাতে শুরু করেছেন। তবে সেই ধান কিংবা পল শুকানোর স্থান হিসেবে বেছে নিচ্ছেন গ্রামের ব্যস্ততম পাকা রাস্তা ও মিনি হাইওয়েকে।এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ পথচারীরা। পল কিংবা ধান বিছিয়ে রাখায় রাস্তায় নির্ধারিত গতিতে গাড়ি চালানো যাচ্ছে না। গাড়ির ব্রেক কষলে চাকা স্লিপ করছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে রাস্তার মোড়গুলোতে পল দেওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। অনেক সময় বাঁকের অবস্থান, খাদ বা গর্ত চোখে না পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে যাচ্ছে।স্থানীয় চালকদের অভিযোগ, এই পল কিংবা ধান শুকানোর কাজে কেউ কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে না। ফলে পথচারী থেকে শুরু করে মোটরসাইকেল, অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের চালকদের জীবন ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে।এদিকে পল শুকানোর কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানোও ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছেন নিয়মিত যাত্রীরা। জরুরি প্রয়োজনে বেরিয়ে অনেকেই দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ছেন।স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত নজরে এনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে পাকা রাস্তাগুলোতে পল শুকানোর এই অনিয়ন্ত্রিত প্রক্রিয়া বন্ধ হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।