ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, ফুলবাড়ী এর নেতৃত্বে এস আই বুলু মিয়া, এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্স সহ ১১ মে রবিবার. দুপুর অনুমান ১২.১৫ ঘটিকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার লক্ষ্মীপুর শিব মন্দির এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা ফুলবাড়ী থানার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মোঃ রজব আলী পুত্র। সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
আপনার মতামত লিখুন :