মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১০ই মে ২০২৫ শনিবার ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৪ মে ২০২৫ইং তারিখ রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত যৌথ সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল বগুড়া জেলা শাখার আওতাধীন গাবতলী উপজেলা ও পৌর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ১০ মে ( শনিবার ) সকালে গাবতলী মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজ মাঠে গাবতলী উপজেলা যুবদলের আরিফুর রহমান মজনু সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, বগুড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি এনামুল হক পান্না, তানজিমুল ইসলাম বিচিত্র, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, রাশেদুল কবির রাশেদ, সহ-সাধারণ সম্পাদ কিশোর হাসান সনি সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :