আনোয়ার হোসেন,মির্জাপুর প্রতিনিধি: শুক্রবার ৯ এপ্রিল ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ১০ নং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বিশাল শ্রমিক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল – ৭ মির্জাপুর আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক আবুল_কালাম_আজাদ_সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট_আব্দুর_রউফ , ভারপ্রাপ্ত সভাপতি,মির্জাপুর উপজেলা বিএনপি। খন্দকার_সালাহউদ্দিন_আরিফ ,সাধারণ সম্পাদক,মির্জাপুর উপজেলা বিএনপি।এস_এম_মহসীন, সাধারণ সম্পাদক,মির্জাপুর পৌর বিএনপি। উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক, খন্দকার_আনোয়ার_পারভেজ_শাহাআলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, এ_কে_এম_মনিরুল_হক_ভিপি_মুনীর। অতিথি_হিসেবে_উপস্থিত_ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার । মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, মো জুলহাস মিয়া । যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া, মোঃ আজাহারুল ইসলাম । প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সহ-শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল জলিল । ১০নং গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি, খন্দকার নুরুল ইসলাম নূরু ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল। বিশেষ_বক্তা_হিসেবে_উপস্থিত_ছিলেন মির্জাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মো জালাল উদ্দিন খান। সভাপতিত্ব করেন ১০নং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, হাবিবুর_রহমান_হাবিব_শেখ। সেই_সাথে_আরও_উপস্থিত_ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ১০নং গোড়াই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। শ্রমিক সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এতে দেশ বরণ্য কন্ঠশিল্পী ইথুনবাবু পলাশ মৌসুমী পরাণ আকলিমা মুক্তা গান পরিবেশন করেন ।
আপনার মতামত লিখুন :