ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

জাঙ্গালিয়া আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের ত্রাণ বিতরণ এবং গণঅভ্যুত্থানের বীর শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ অদ্যই ৮ই মে ২০২৫ইং, রোজ: বৃহস্পতিবার, সময়: সকাল ১১টা, স্থান: জুমারবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে জাঙ্গালিয়া আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের ত্রাণ বিতরণ এবং গণঅভ্যুত্থানের বীর শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শহিদুল ইসলাম (নান্নু), বীরমুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত এ.জি.এম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।সহ-সভাপতি : জনাব হাফেজ মাসুদুর রহমান মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক, ফাতেমা মানসুর মহিলা মাদ্রাসা, জাঙ্গালিয়া, সাঘাটা, গাইবান্ধা।প্রধান অতিথি ছিলেন জনাব মীর মোঃ আল কামাহ্ তমাল, উপজেলা নির্বাহী অফিসার, সাঘাটা, গাইবান্ধা।অতিথি : জনাব মোঃ শফিউল ইসলাম মন্ডল, উপজেলা সমাজ সেবা অফিসার, সাঘাটা, গাইবান্ধা।বিশেষ 99 : জনাব মোঃ বাদশাহ আলম, অফিসার ইনচার্জ, সাঘাটা, গাইবান্ধা।পৃষ্ঠপোষক : জনাব মোঃ শহিদুল্লাহ, অধ্যক্ষ, জুমারবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ।পরিচালনায় : জনাব মোঃ জাহিদুল ইসলাম, সুপার, জাঙ্গালিয়া জুমারবাড়ী দাখিল মাদ্রাসা।আয়োজনে: জাঙ্গালিয়া আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন, জাঙ্গালিয়া, সাঘাটা, গাইবান্ধা।

১. সালাত কায়েম করব ও অন্যদের উৎসাহিত করা।
২. সামাজিক সেবা প্রদান।
৩. মানবাধিকার ও ন্যায়বিচার।
সংগঠন এর মূল লক্ষ্যঃ
৪. নারী ও শিশু উন্নয়ন।
৫. মাদকাসক্তি নির্মূল।
৬. বেকারত্ব দূরীকরণ।
৭. শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি।
৮. দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম।